top of page
সুধাংশু চক্রবর্তী.jpg

আজকের কবিতা

সুধাংশু চক্রবর্তী

sikor logo 1.png

এই আমি

 

সুধাংশু চক্রবর্তী

 

১.  যতই দূরে সরে যাই না কেন জন্মভিটে থেকে

রক্তে এখনো বাণ ডাকে পিতৃঋণের বোঝা

প্রতি পলে যতই ভাঙি না কেন অণু-পরমাণু হয়ে

অন্তরের অন্তস্থল থেকে চলে যে তাকেই খোঁজা ।    

 

২.  মৃত বাবা-মা’কে খুব মনে পড়ে বেদনা ভরা দিনে

অথচ সুখের দিনে হয়ে থাকি সেই তুমিময়

আর তুমিই স্বর্গ, তুমিই ধর্ম, তুমিই পরম তপঃ

মন্ত্রোচ্চারণে আরও একটা নিরেট জীবন কেটে যায়। 

 

৩. যদিও মায়ের আঁচল এখনো দেয় পরম নির্ভরতা

তবুও অবিশ্বাসী এই মন তাকায় রক্তজবা চোখে

শিশুদের কান্নাও আর ভাঙে না পাথুরে বুকের হাড়

কাউকে আর তেমন করে টানতে পারি না বুকে।

 

৪.  মা আজ আর বেঁচে নেই, কবেই ছিঁড়ে দিয়ে

গিয়েছেন তাঁর যাবতীয় পার্থিব নাড়িরটান

তবুও তাঁর শরীরের ঘ্রাণ মেশানো দিনগুলি

হঠাৎ করে এসে করে যায় বড়ই ম্রিয়মাণ।

 

৫.  আজকাল বড্ড নিঃসঙ্গ বোধ করি

নিজের মাংস নিজেই ফুটিয়ে খাই

কেন যে রয়ে গেলাম চিল–শকুন হয়ে

কেন যে হতে পারলাম না কাক বা চড়ুই?

bottom of page