top of page
স্যাটেলাইট যেখানে পৌঁছোয় না
সম্পা পাল
স্যাটেলাইটে আজ ভার্চুয়াল পৃথিবী
ওখানে জীবনের অনেক শেড
তবু শৈশব জীবনের বাইরে নয়
একটা ঝড়ে হারিয়ে গেছে একটা জিঙ্গেল বেল
ঠিক সেভাবেই হারিয়ে গেছে শৈশব
দূরদর্শণের সাদা কালো পর্দাকে বেরঙিন ভাবিনি কখনো
কিন্তু কী যেন একটা বিষয় অনেক ছোট হয়ে এসেছে
হদিশ খুঁজি নীল আকাশের নীল রঙে
অপেক্ষা করি এখনও ট্রয় ট্রেনের
সবুজ উঠোনের মাঝখান দিয়ে খেলনা ট্রেন
একদিন ছুঁটে যাবে পৃথিবীর দিকে
সব স্টেশনের একটাই সবুজরঙ
তারপর খালি পায়ে আবার হেঁটে যাবো
একটা নতুন পৃথিবীর দিকে
শৈশব যেখানে অনেক বড়ো
স্যাটেলাইট যেখানে পৌঁছোয় না।
bottom of page